রেডিওথেরাপি ও কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি?
ক্যানসার হলে চিকিৎসার ক্ষেত্রে একপর্যায়ে রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিতে হয়। এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কথা বলেছেন ইউনাইটেড হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের পরামর্শক ডা. সৌমেন বসু। এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৩২৬তম পর্বে অনুষ্ঠানটি প্রচারিত হয়।
প্রশ্ন: সাধারণত মানুষ পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে রেডিওথেরাপি, কেমোথেরাপি নিতে চান না। তখন আপনারা কী করেন?
উত্তর : দেখুন প্রভাব হলে পার্শ্বপ্রতিক্রিয়াও হবে। প্রতিটি জিনিসেরই পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আপনি একটি রাসায়নিক পদার্থ শরীরে নিচ্ছেন, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া শরীরে হবে না, সেটি তো হতে পারে না। পার্শ্বপ্রতিক্রিয়া হবে। তবে ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি। এ জন্য মানুষকে পরামর্শ দিতে হয়।
একজন মানুষের ক্যানসার হলে, এটি তো মানুষের জীবনে একটি বড় ধাক্কা, সেটা তার কাছে এবং তার বাড়ির লোকদের কাছে। এই বিষয়টি যেমন তাকে বোঝানো দরকার, তেমনিভাবে তার পার্শ্বপ্রতিক্রিয়া হবে এটিও যদি তাকে সঠিকভাবে বোঝানো হয়, তাহলে বেশির ভাগ ক্ষেত্রেই বুঝতে পারবে।
এগুলোর কিছু দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আর কিছু স্বল্পমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কিন্তু আপনি সবই যদি মানুষকে সঠিকভাবে বোঝাতে পারেন, তাদের পরামর্শ দিতে পারেন, তাহলে অবশ্যই সে চিকিৎসা নেবে।