ওআইসিতে মিশন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/08/421023909_945108709858984_2162007123765968655_n_1.jpg)
সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়
ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের স্থায়ী মিশন খোলার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শিগগিরই বাংলাদেশ এ মিশন কার্যক্রম শুরু করবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, বলেন, বর্তমানে ৬০টি দেশে বাংলাদেশের মোট ৮১টি দূতাবাস, হাইকমিশন, স্থায়ী মিশন, কনস্যুলেট জেনারেল, উপহাইকমিশন বা সহকারী হাইকমিশন রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার বা স্থায়ী প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন। ভিয়েনা কনভেনশন অনুসারে তাদের নিয়োগ দেওয়া হয়। বর্তমানে দুটি বাহরাইন ও মরিশাস নতুন রাষ্ট্রদূত নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন।