পাকিস্তানে ১২৫ আসনের মধ্যে ৪৯ আসনে বিজয়ী ইমরান সমর্থিতরা
পাকিস্তানের নির্বাচন কমিশন এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে প্রায় অর্ধেক আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ আসনই বর্তমানে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান সমর্থিত। খবর এএফপির।
ফরাসি সংবাদ সংস্থাটি আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে জানিয়েছে, পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের অর্ধেকেরও বেশি আসন নিয়ে এগিয়ে আছে কারাবন্দি ইমরানের দল সমর্থিত স্বতন্ত্ররা।
কমিশনের আনুষ্ঠানিক ফলাফল দেখায়, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা প্রায় ৪৯টি আসনে জয়লাভ করেছে। বিপরীতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৪২টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৩৪টি আসন পেয়েছে।