রাজধানীতে চলন্ত ট্রাক থামিয়ে দুর্বৃত্তদের গুলি, আহত ১
রাজধানীর আমুলিয়ায় একটি চলন্ত ট্রাক থামিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে চালক আলম (৪৮) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রোববার (১০ মার্চ) ভোরে সবুজবাগ থানার আমুলিয়া বাইকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজ দুপুরে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে ট্রাকচালক আলম গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো তিনি মালিবাগ থেকে ট্রাকে করে যাচ্ছিলেন। পথে বাইকদিয়ায় পৌঁছালে আট থেকে ১০ জন যুবক তার গাড়িকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় তারা ট্রাকের গ্লাস ভাঙচুর করে। তিনি ট্রাক থামালে দুর্বৃত্তরা তাকে মারধর করে। পরে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি করে চলে যায়। ওই সময় তার সঙ্গে ট্রাকের মালিক গোলাম ফারুক ছিলেন। তিনিও আহত হয়েছেন।
বাচ্চু মিয়া বলেন, ‘গুলিবিদ্ধ আলম হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা শঙ্কামুক্ত। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’