গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ জাহেদ মনসুর এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম মো. কফিল উদ্দিন (৩৬)। তাঁর বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খলিশাজানি গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি রাতে কফিল উদ্দিন ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে খলিশাজানি গ্রামের নিজ বাড়িতে শ্বাসরোধে তাঁর স্ত্রী মঞ্জিলা আক্তারকে (২৮) হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই ঢাকার ধামরাইয়ের ফুটবাড়িনগর এলাকার মেঘু মিয়া বাদী হয়ে কফিল উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন। পরে কফিল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) বাছেদ মোল্লা তদন্ত শেষে কফিল উদ্দিনকে অভিযুক্ত করে ওই বছরের ১২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে আজ দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ জাহেদ মনসুর স্ত্রী হত্যায় দোষী সাব্যস্ত হওয়ায় কফিল উদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের নির্দেশ দেন।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল কাদের এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল খালেক।