গেইলকে আইপিএলে ফেরাতে চাইছেন কোহলি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/20/gayle-kohli.jpg)
টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে দুনিয়া মাতিয়েছেন ক্রিস গেইল। খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি। সেই গেইল আবারও ফিরবেন ক্রিকেটে, সেটি হবে আগামী আইপিএল। আইপিএলে ২০১৩ সালে আরসিবির জার্সিতে করা ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান এখনও টুর্নামেন্টের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে আইপিএলের শেষ চারে জায়গা করে নিয়েছে আরসিবি। খাদের কিনারা থেকে উঠে দাঁড়িয়ে টানা ছয় জয়ে দারুণ কামব্যাকের গল্প লিখেছে বিরাট কোহলির দল। সেই কোহলি মজা করে জানান, আরসিবির নতুন ইমপ্যাক্ট প্লেয়ার আসছে, আগামী আইপিএলে গেইলকে নিয়ে আসছে। নিজেদের প্রকাশিত প্রতিবেদনে আজ সোমবার (২০ মে) এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদন মতে কোহলি বলেন, ‘গেইল ফিরবে আগামী আসরে। তুমি (গেইল) ফিরে এসো। আমাদের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামবে। তোমাকে ফিল্ডিং করতে হবে না। ইমপ্যাক্ট প্লেয়ার ব্যাপারটি তোমার জন্যই বানানো হয়েছে।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2024/05/20/gayle-kohli-inner.jpg 687w)
২০১১ থেকে ২০১৭ পর্যন্ত আইপিএলে আরসিবির হয়ে খেলেছেন ইউনিভার্স বস খ্যাত গেইল। এ সময়ে দলটির হয়ে ৮৫ ম্যাচে ৪৩.৩৩ গড় ও ১৫২ স্ট্রাইক রেটে তিন হাজার ১৬৩ রান করেন তিনি। আরসিবির জার্সিতে ১৯টি হাফসেঞ্চুরির পাশাপাশি পাঁচটি সেঞ্চুরি করেছেন গেইল। যার একটি (১৭৫*) ১১ বছর পেরিয়ে এখনও সর্বোচ্চ রানের রেকর্ড হিসেবে অক্ষত আছে।