আইপিএল-পিএসএলে খেলতে না পারায় আফসোস নেই তাসকিনের
প্রায় এক যুগের ক্যারিয়ারে লঙ্কা প্রিমিয়ার লিগ ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলা হয়নি তারকা পেসার তাসকিন আহমেদের। সুযোগ যে আসেনি, তা নয়। কিন্তু ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিসিবির ছাড়পত্র পাননি তিনি। যার ফলে খেলা হয়নি আইপিএল-পিএসএলের মতো জমজমাট টুর্নামেন্টগুলো।
এবারের বিপিএলে দুর্দান্ত ছন্দে আছেন তাসকিন। দুর্বার রাজশাহীর দলীয় পারফরম্যান্স তেমন ভালো না হলেও এখন পর্যন্ত ৯ ম্যাচে তার শিকার ২০ উইকেট। টুর্নামেন্টে আর কোনো বোলার ১৩ উইকেটের বেশি নিতে পারেননি। সবগুলো ম্যাচ খেলতে পারলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হতে পারেন এই ডানহাতি পেসার।
সুযোগ আসলেও পিএসএল-আইপিএলে খেলতে না পারা প্রসঙ্গে তাসকিনের ভাষ্য, ‘না দল না পাওয়া হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই।’
তাসকিন আরও যোগ করেন, ‘আমার তকদিরে যেটা আছে... সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ। আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়৷ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সাথে যোগাযোগ হয়নি।’
এদিকে, বিজয়ের পরিবর্তে দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন তাসকিন। আগের অধিনায়ক এনামুল হককে সরিয়ে তাসকিনকে দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে তাসকিন বলেন, ‘মালিক ও ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। বিজয় ভাইয়ের সঙ্গে তো অনূর্ধ্ব-১৯ দল থেকে খেলছি। উনাদের সঙ্গে বিজয় ভাইয়েরও কথা হয়েছে। সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছেন।’