আফ্রিকায় গ্রাহক বৈঠক করল বাংলাদেশি ওয়েব হোস্টিং কোম্পানি ইওয়াইহোস্ট
বাংলাদেশের ওয়েব হোস্টিং কোম্পানি ইওয়াইহোস্ট লিমিটেড, তার আফ্রিকান আঞ্চলিক গ্রাহক ও অংশীদারদের মধ্যে বৈঠক হয়েছে। সম্প্রতি এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী ইন্টারনেট এবং প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিসহ ২৫ জনেরও বেশি অতিথি এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইওয়াইহোস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন।
এই বৈঠককে আফ্রিকান গ্রাহকদের সঙ্গে সরাসরি জড়িত থাকার, মূল্যবান মতামত সংগ্রহ এবং আঞ্চলিক বৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিকে শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইওয়াইহোস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বব্যাপী প্রিমিয়াম ওয়েব হোস্টিং সলিউশন অফারের প্রতি অটল প্রতিশ্রুতি তুলে ধরেন। এ কাজে গ্রাহক এবং অংশীদারদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মনে করেন, এই সমর্থন ইওয়াইহোস্ট লিমিটেডের আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাওয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
ইমরান হোসেন বলছেন, আফ্রিকায় আমাদের প্রথম ক্লায়েন্ট বৈঠকের সাফল্যে আমরা অভিভূত। আমাদের ক্লায়েন্টদের সাক্ষাৎ করা, তাদের চাহিদাগুলো আরও ভালোভাবে বোঝার এবং আমাদের পরিষেবাগুলোকে উন্নত করার উপায়গুলো নিয়ে আলোচনার একটি দুর্দান্ত সুযোগ ছিল৷ এই ইভেন্টটি বিশ্বব্যাপী বৃদ্ধির দিকে আমাদের যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে এবং আমরা আফ্রিকান বাজারে ভবিষ্যত সম্ভাবনা নিয়ে আগ্রহী।
ইভেন্টটি একটি নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে সমাপ্ত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইওয়াইহোস্ট লিমিটেড। বিজ্ঞপ্তি বলছে, সেখানে কেনিয়ার ইওয়াইহোস্ট এবং সাভানা সফটওয়্যার সলিউশনের মধ্যে চুক্তি স্বাক্ষর। এই অংশীদারিত্বের লক্ষ্য আফ্রিকার বাজারে তাদের পরিষেবা অফারগুলোকে বিস্তৃত করা।