রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি ইউক্রেনের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/12/17/iukren_thaamb.jpg)
রাশিয়ার রাজধানী মস্কোতে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এসবিইউ নিরাপত্তা বাহিনীর হামলায় ইগর কিরিলভ নামের একজন শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে স্কুটারে লাগানো বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে নিজের একজন সহকারীসহ মারা যান কিরিলভ। রুশ ভূখন্ডে হামলা করে কোনো সামরিক কর্মকর্তাকে হত্যায় তিনি হলেন সবচেয়ে জ্যেষ্ঠ পদের অধিকারী।
সামরিক সূত্র এ বিষয়ে এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ার রেডিয়েশন, কেমিক্যাল ও বায়োলজিক্যাল অস্ত্র বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ এসবিইউ বাহিনীর হামলায় নিহত হয়েছেন।’
এতে আরও বলা হয়, ‘কিরিলভ ছিলেন একজন অপরাধী ও সত্যিকারভাবে হামলার বৈধ লক্ষ্যবস্তু। কেননা তিনি ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুকুম দিয়েছিলেন।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/12/17/iukren_inaar.jpg)
গত সোমবার ইউক্রেনের এসবিইউ সামরিক বিভাগ কিরিলভের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে। এর আগে অক্টোবরে ইউক্রেনে সন্দেহজনক রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। মস্কোর রায়জানস্কি অ্যাভিনিউয়ে অবস্থিত অ্যাপার্টমেন্ট ভবনে প্রবেশের সময় কিরিলিভকে হত্যা করা হয় বলে আজ নিশ্চিত করেছে এসবিইউ।