পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা বাংলাদেশের
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরুর পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। এতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার হবে বলেও উল্লেখ করেন তিনি।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ইকবাল হোসেন দুই দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন এবং ভ্রমণ ও যোগাযোগ সহজতর করার জন্য সরাসরি বিমান পরিষেবা শুরুর পরিকল্পনার কথা জানান। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
রাষ্ট্রদূত ইকবাল বলেন, এই ধরনের পদক্ষেপ পর্যটন, শিক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে।
এ সময় হাইকমিশনার ইকবাল হোসেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরে বলেন, এই সম্পর্ক আরও দৃঢ় হবে।
এ ছাড়া মত প্রকাশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির ওপর জোর দেন রাষ্ট্রদূত ইকবাল। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার ক্ষমতা দিয়েছে, দেশে বাকস্বাধীনতার একটি শক্তিশালী সংস্কৃতি গঠনে অবদান রেখেছে, তা তুলে ধরেন তিনি।
ইকবাল হোসেন খাইবার পাখতুনখোয়ায়, বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে, বিশাল বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেন। তিনি পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদার কথাও উল্লেখ করে বলেন, চট্টগ্রাম ও করাচিতে সরাসরি জাহাজ চলাচলের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে, যদিও পরিমাণ এখনও সীমিত।
হাইকমিশনার বাংলাদেশের আসন্ন নির্বাচনের কথাও উল্লেখ করেন এবং অর্থনৈতিক উন্নয়ন বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে পুনর্ব্যক্ত করেন। প্রতিরক্ষা খাতে ব্যতিক্রমী দক্ষতার জন্য তিনি পাকিস্তানের বিমান বাহিনীর প্রশংসা করে বক্তব্য শেষ করেন।