নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা আর নেই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/nujoma.jpg)
স্বাধীন নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা (৯৫) মারা গেছেন। রাজধানী উইন্ডহোকে তার মৃত্যু হয়। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানায়।
নামিবিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা ‘অত্যন্ত শোক ও দুঃখের সঙ্গে’ এক বিবৃতিতে তার মৃত্যুর ঘোষণা দেন। তিনি বলেন, নুজোমা গত তিন সপ্তাহ ধরে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন, যেখান থেকে তিনি আর সুস্থ হতে পারেননি।
নাঙ্গোলো এমবুম্বা আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাতা পিতা দীর্ঘ এবং ফলপ্রসূ জীবনযাপন করেছেন। তিনি তাঁর সময় ব্যতিক্রমীভাবে তার প্রিয় দেশের জনগণের সেবা করেছিলেন।’
স্যাম নুজোমা ১৯৬০-এর দশকে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন (সোয়াপো) নামে পরিচিত নামিবিয়ার মুক্তি আন্দোলনের দল প্রতিষ্ঠা করেন।
১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন নুজোমা।