২৭ মে শপথ নেবেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ২৭ মে দ্বিতীয়বারের মতো শপথ নেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শুক্রবার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানানো হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলে বিশাল জয়ের পথ প্রশস্ত হতেই আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রী বলেন, ‘তৃণমূল প্রথমবারের মতো এককভাবে বিপুল জয় পেতে চলেছে। পশ্চিমবঙ্গের সব বিরোধী শক্তি এক হয়ে কুৎসা ও নিন্দা করলেও মানুষ আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন। আমরা মানুষের প্রতি কৃতজ্ঞ।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এবারের নির্বাচনে কেন্দ্রীয় পুলিশ বাহিনী বাড়াবাড়ি করেছে। মানুষকে ভোটের দিন রাস্তায় বের হতে দেয়নি। ভোট দিতে দেওয়া হয়নি। একই পরিবারের সবাই একসঙ্গে ভোট দিতে যেতে পারেননি। তবুও মানুষ শান্তি বজায় রেখে ভোট দিয়েছেন। আমার নিজের কেন্দ্র ভবানীপুরে মানুষ ভোট দিতে যেতে পারেনি। তবুও সব বাধা অতিক্রম করে মানুষ ভোট দিয়ে তৃণমূলকে জয়ী করেছেন। যাঁদের জন্য এই জয়, তাঁদের অভিনন্দন জানাই।’
‘এবারে ভোটের আগে কুৎসা ও মিথ্যা এমন পর্যায়ে হয়েছে, যা আগে কখনো হয়নি। এবারের নির্বাচনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতি ইস্যুকে তোলা হয়েছিল। এখন তাদের শিক্ষা হয়েছে। এ নিয়ে তাদের ক্ষমা চাওয়া উচিত। আমি মানুষের ওপর আস্থা রেখেছিলাম। মানুষ সেই আস্থার মর্যাদা দিয়েছেন।’
‘বিজেপির সঙ্গে আমাদের মতাদর্শের পার্থক্য রয়েছে। তবে বিজেপিকে ইস্যুভিত্তিক সমর্থন করতে তৃণমূলের আপত্তি নেই।’
‘এবার বাম-কংগ্রেস জোট করে বামেরা সবচেয়ে বড় ব্লান্ডার করেছে। আর কংগ্রেস জাতীয় স্তরে সবচেয়ে বড় রাজনৈতিক ভুল করেছে।’
‘যারা আমার বিরুদ্ধে কুৎসা ও মিথ্যার রাজনীতি করেছে, আমি কামনা করি তাঁরা সুস্থ থাকুন এবং আমার বিরুদ্ধে আরো লড়াই করুন।’
‘বাংলা আজ বদলে গেছে। আগামী দিনে সেই ধারা অব্যাহত রাখা হবে।’
২০ থেকে ২৩ মে পর্যন্ত বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জয়োৎসব পালন করা হবে বলে জানান মমতা।
বাংলার মা-মাটি-মানুষকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে মমতা বলেন, ‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণতলে।’