বাতজ্বর প্রতিরোধে কী করবেন
আমাদের দেশে বাতজ্বরের প্রাদুর্ভাব একসময় অত্যন্ত বেশি ছিল। তবে এখন তা অনেক কমে এসেছে। তারপরও এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাতজ্বর প্রতিরোধ করা জরুরি।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫১১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. নূর আলম। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : একটি শিশু এই যে বাতজ্বরে আক্রান্ত হচ্ছে, সেটি তো আমরা চাই না। বাতজ্বর প্রতিরোধে আপনার পরামর্শ কী?
উত্তর : গলার সংক্রমণের কারণে এটা হতে পারে। তাই প্রতিরোধের জন্য পরামর্শ এটিই যে গলায় সংক্রমণ হলে একে যেন অবহেলা করা না হয়। তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক যে অ্যান্টিবায়োটিক ওষুধ দেন সেটি খাওয়া। এটি একটি। আরেকটি বিষয় হচ্ছে, জীবনযাত্রার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা, পুষ্টি এগুলো যদি ভালো থাকে তো স্বভাবতই সংক্রমণ কম হবে। সংক্রমণ কম হলে সেটি থেকে বাতজ্বরজনিত সংক্রমণও কম হবে। সাধারণত গলাব্যথা সাধারণ নয়। এটি থেকে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে।