নাসিরনগরে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই অবরোধ শুরু হয়। পরে এই অবরোধ কর্মসূচিতে আরো কয়েকটি সংগঠন যোগ দেয়।
অবরোধের সময় শিক্ষার্থীরা সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনসহ ছয় দফা দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রতিবাদকারীরা ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুতুল পোড়ান এবং তাঁকে দল ও মন্ত্রীর পদ থেকে বহিষ্কারের দাবি জানান।
অবরোধে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তাঁরা জানান, নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার উসকানিদাতা এবং হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা হয়। এর পাঁচদিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।