বিচার বিভাগীয় তদন্ত দাবি শত নাগরিক কমিটির
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা ও হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে শত নাগরিক জাতীয় কমিটি।
আজ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে নিয়ে এ দাবি জানান কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
প্রতিনিধিদলটি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর-মন্দির পরিদর্শন করে ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানায়।
শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন ১৬ জন।
অধ্যাপক এমাজউদ্দীন এ ঘটনা ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেন। তিনি এ ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
প্রতিনিধিদলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশ বুদ্ধিস্ট মৈত্রী সমিতির সভাপতি উরম বড়ুয়া।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের বেশ কয়েকটি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এর কয়েকদিন পর একই এলাকায় আবারও পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।