আজ থেকে শুরু সাহিত্য উৎসব
বছর ঘুরে আবারও বাংলা একাডেমিতে আজ থেকে জমে উঠবে ঢাকা লিটারারি ফেস্ট বা ঢাকা লিট ফেস্ট-২০১৬। তিন দিনব্যাপী বিশাল এই আয়োজনের প্রথম দিন সকাল ৯টা থেকেই শিল্প-সাহিত্যবিশারদ ও অনুরাগীদের সরব পদচারণায় মুখর হয়ে ওঠে ঢাকার বাংলা একাডেমি চত্বর। ২০০১ সালে সাহিত্যে নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য সাহিত্যিক ভি এস নাইপল বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ প্রমুখ বরেণ্য ব্যক্তি।
বৃহস্পতি, শুক্র ও শনি—এ তিন দিন প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন সেশনে অংশ নেবেন ১৮টি দেশ থেকে আসা মোট ৬৬ বিদেশিসহ, দেড় শতাধিকের বেশি বাংলাদেশি লেখক, গবেষক ও সাংবাদিক। প্রতিবারের মতন এবারের আয়োজনেও অনুষ্ঠানে আসা দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সাহিত্য ও শিল্পের নানা শাখা-প্রশাখা নিয়ে সরাসরি আলোচনা এবং তাঁদের মূল্যবান মতামত পর্যালোচনা করার সুযোগ থাকছে। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে যে কেউ অংশ নিতে পারবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে। অনলাইন রেজিস্ট্রেশন সুবিধার পাশাপাশি থাকছে মেলা প্রাঙ্গণে সরাসরি বুথে এসে রেজিস্ট্রেশনের সুব্যবস্থা। অনলাইন রেজিস্ট্রেশনে মেইল আইডির মাধ্যমে প্রাপ্ত ই-টিকেটটি হবে দর্শনার্থীর প্রবেশ টিকেট, যা তাঁরা প্রিন্টের মাধ্যমে বা ইলেকট্রনিক ডিভাইসে বহন করতে পারবেন।
অনলাইনে রেজিস্ট্রেশনে জন্য ক্লিক করুন এই লিংকে—
এবারের আয়োজনে নানা চমকের মধ্যে রয়েছে অনুষ্ঠানের তৃতীয় বা শেষ দিন শনিবার বিকেল সাড়ে ৫টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নির্বাচিত সাহিত্যিকদের হাতে প্রথমবারের মতো তুলে দেওয়া হবে ‘জেমকন সাহিত্য পুরস্কার’। এ ছাড়া এবারই প্রথমবারের মতো লিট ফেস্টে আলোচনার সেশন সরাসরি অনুবাদ করা হবে, যাতে করে বিদেশিদের বাংলা সেশনগুলো শুনতে ও বুঝতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়।
ঢাকা লিট ফেস্ট আয়োজনে বিশেষ সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে যথাক্রমে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন। প্লাটিনাম স্পন্সর ব্র্যাক। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও দেখভালের দায়িত্ব নিয়েছে যাত্রিক। কো-হোস্ট হিসেবে প্রতিবারের মতো রয়েছে বাংলা একাডেমি। এনার্জিস ও পুর্নভা রয়েছে গোল্ড স্পন্সর হিসেবে। গোল্ড পার্টনার থাকছে ব্রিটিশ কাউন্সিল। সিলভার স্পন্সর রয়েছে ক্রিস্টোফারসন রব অ্যান্ড কোম্পানি ও ইউল্যাব। এ ছাড়া বুকওয়ার্ম, সিকিউরেক্স, বেঙ্গল ইনস্টিটিউট আমরা, ইএমকে সেন্টারসহ আরো অনেকেই থাকছে পার্টনার হিসেবে।
ফেস্টের বিস্তারিত অনুষ্ঠানসূচি জানতে ক্লিক করুন