মাথায় আঘাত এড়াতে কী করবেন?
বিভিন্ন কারণে মাথায় আঘাতের ঘটনা ঘটে। তবে প্রতিকারের চেয়ে কিন্তু প্রতিরোধ উত্তম। তাই কীভাবে এড়াতে পারেন মাথায় আঘাত, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৭৬তম পর্বে কথা বলেছেন ডা. মো. জিল্লুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : যাতে রোগীরা এই ঝুঁকির হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে, এ জন্য পরামর্শ কী থাকবে?
উত্তর : প্রতিরোধ হলো উত্তম। প্রতিরোধের অনেক বিষয় আছে, যাঁরা বাইক চালান তাঁদের হেলমেট ব্যবহার করতে হবে। যাঁরা গাড়ি চালান, গাড়িতে সিটবেল্ট ব্যবহার করতে হবে। গাড়ি চালানোর যে নিয়মকানুন, সেগুলো মানতে হবে। সীমাবদ্ধতাগুলো বুঝতে হবে। মাথায় আঘাত পেলে সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে যোগাযোগ করতে হবে, যেন পরের আঘাত প্রতিরোধ করা যায়। এসব প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে আঘাত থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষ করে ট্রাফিক আইন ঠিকমতো মেনে চললে, অনেক ক্ষেত্রে মস্তিষ্কের আঘাত প্রতিরোধ করা সম্ভব। আর মারামারি যেটা হচ্ছে, সেটা তো আমাদের সামাজিক একটি সমস্যা। ঝুঁকিপূর্ণ জায়গা একটু এড়িয়ে চলা। সহিংসতার মনোভাব পরিবর্তন করতে হবে।