ইতালিতে গণভোট, হারলে পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী
গণভোট চলছে ইতালিতে। গণভোটটির আহ্বান করেছেন ইতালির বর্তমান প্রধানমন্ত্রী ম্যাতেও রেনজি। ইতালির পার্লামেন্টে সিনেটদের ক্ষমতা কমানোর জন্যই ডাকা হয়েছে গণভোট। আর এই ভোটে হারলে পদত্যাগ করবেন এমন ঘোষণাও দিয়েছেন রেনজি।
স্থানীয় সময় আজ রোববার সকাল ৭টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে রাত ১১টা পর্যন্ত। ভোটের ফল ঘোষণা করা হবে আগামীকাল সোমবার সকালে।
তবে এই ভোটের মধ্য দিয়ে জনরোষকে কাজে লাগাতে চাচ্ছেন বিরোধীরা। তারা ‘না’ ভোটের জন্যও আহ্বান জানিয়েছেন। তবে সেসবের তোয়াক্কা না করে রেনজি বলেছেন, ভোটে হারলে তিনি পদত্যাগ করবেন।
গণভোটে জয়ী হলে ইতালির পার্লামেন্টে সিনেটদের সংখ্যা ৩১৫ থেকে কমিয়ে ১০০-তে নিয়ে আসা হবে। বাদ পড়াদের মধ্যে বেশির ভাগই থাকবেন মেয়র ও আঞ্চলিক প্রতিনিধিরা। রেনজির দাবি, এই পুনর্গঠনের ফলে ইতালির আইন প্রণয়নের জটিল প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে।
তবে ভিন্ন কথা বলছেন বিরোধীরা। ভোটে জয়ী হলে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা আরো কেন্দ্রীভূত হবে, এমনটাই আশঙ্কা তাদের।
কমবেশি পাঁচ কোটি ইতালির নাগরিক ভোট দিতে পারবেন গণভোটে। এর মধ্যে অনেকেই ইতালিতে দীর্ঘ অর্থনৈতিক স্থবির অবস্থার কারণে বেশ হতাশায় রয়েছেন। তাই আজকের ভোটের ফলের ওপর বেশ শঙ্কায় আছেন ইতালিবাসী।