কেমন অবস্থা হলে টনসিলের অস্ত্রোপচার করতে হয়?
টনসিলের সমস্যা সাধারণত এমনিতেই সেরে যায়। তবে মাঝেমধ্যে অবস্থা খারাপের দিকেও যেতে পারে, এমনকি অস্ত্রোপচারও করতে হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৭৮তম পর্বে কথা বলেছেন ডা. মেজবাহ উদ্দিন আহম্মেদ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : টনসিলের ক্ষেত্রে অনেক সময় দেখতে হয়, টনসিল অস্ত্রোপচার করতে হচ্ছে। কোন সময় টনসিল অস্ত্রোপচার করতে হয়?
উত্তর : যদি দেখা যায় বছরে চার-পাঁচবার টনসিলে প্রদাহ হচ্ছে, এবং অনেক বড় টনসিল হয়ে গেছে, খেতে তার সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে বাচ্চাদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে, দুই বছরে চার-পাঁচবার, সপ্তাহে সাতদিন তার স্কুল কামাই হচ্ছে, তখন আমরা টনসিল সার্জারি করতে বলি।
এডিনয়েডের ক্ষেত্রেও যদি তার শ্বাস নিতে বেশি কষ্ট হয়, ঘন ঘন মধ্যকর্ণের প্রদাহ হয়, তাহলে আমরা বলি এডিনয়েডের অস্ত্রোপচার করতে। তাহলে এই বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।