টনসিলের সমস্যায় বাবা-মায়ের সতর্কতা
টনসিল ও এডিনয়েডের সমস্যায় কিছু বিষয় মেনে চললে খুব সহজেই প্রতিরোধ করা যায়। শিশুদের এ সমস্যা হতে পারে। এ জন্য মা-বাবার সতর্কতা জরুরি। এ নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৭৮তম পর্বে কথা বলেছেন ডা. মেজবাহ উদ্দিন আহম্মেদ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : টনসিল এডিনয়েডের সমস্যায় যারা ভুগছে তাদের ক্ষেত্রে কিছু বলুন।
উত্তর : যাদের ঘন ঘন সংক্রমণ হচ্ছে, তাদের বলব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি অস্ত্রোপচার করাতে হয়, করাবেন। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে যারা বেশি ভুগছে, তাদের চিকিৎসা সময়মতো করার জন্য আহ্বান জানাচ্ছি।
প্রশ্ন : খাদ্যাভ্যাসের সঙ্গে কি টনসিল বা এডিনয়েডের কোনো সম্পর্ক আছে?
উত্তর : ঠান্ডাজনিত কারণে যেহেতু এই সমস্যা হতে পারে। শিশুদেরও এই সমস্যা হতে পারে। এই কারণে আইসক্রিম, ঠান্ডা পানি থেকে তাদের দূরে রাখা ভালো। মা-বাবার এ বিষয়ে সতর্ক থাকতে হবে। একই কথা প্রযোজ্য বড়দের জন্যও।