ফ্যাটি লিভার রোগের চিকিৎসা কী?
খাদ্যাভ্যাসে অনিয়ম, অতিরিক্ত মদ্যপান ইত্যাদি ফ্যাটি লিভার বা চর্বিযুক্ত লিভারের রোগের কারণ। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৮১তম পর্বে কথা বলেছেন ডা. মো. ফখরুল আলম। বর্তমানে তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কীভাবে এই রোগীর চিকিৎসা আপনারা দিয়ে থাকেন?
উত্তর : আমরা যেহেতু কারণগুলো জানি, চিকিৎসা করা খুব কঠিন কিছু নয়। আবার আরেক দিকে কঠিন। আমরা যেমন বললাম, জীবনযাত্রার মান পাল্টে গেছে আমাদের। আমরা অনেক বেশি শহরমুখী হয়ে গেছি। আমরা অনেক বেশি চর্বিযুক্ত খাবারমুখী হয়ে গেছি। সেই ধরনগুলো আসলে পাল্টাতে হবে। ওজন কমাতে হবে। সুষম খাদ্যের দিকে নজর দিতে হবে। আমরা পছন্দ হলো, অনেক ভারী খাবার আমি খেয়ে ফেললাম, তাহলে কিন্তু সমস্যা হবে।
প্রশ্ন : সে ক্ষেত্রে আপনাদের ব্যবস্থাপনা কেমন হয়?
উত্তর : শরীরে চর্বি কমানোর জন্য খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের পাশাপাশি কিছু ওষুধ ব্যবহার করি। বিভিন্ন ধরনের ওষুধ আজকাল বাজারে এসেছে। একেবারেই যে ১০০ ভাগ কার্যকর, সেটা বলব না। কিছু কিছু লাভ পাওয়া যায়। মেটাফরমিন অনেকে ব্যবহার করেন। বিভিন্ন ওষুধ আছে, এগুলো থেকে লিভার থেকে চর্বি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আরেকটি হলো লিভারের মধ্যে ক্ষত তৈরি করে ফেলেছেন, সে ক্ষেত্রে লিভারের যদি কোনো উপসর্গ হয়, দেখা গেল গলার রগটা ফুলে গেছে, ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে—সেগুলো বন্ধ করতে হবে। কিংবা সিরোসিস থেকে পেটে পানি এসে গেছে, এর চিকিৎসা করতে হবে। দেখা যায়, আজকাল ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিসের দিকে চলে যাচ্ছে। সেগুলো আগে থেকেই আমাদের বন্ধ করতে হবে। তখন কিন্তু সিরোসিসের চিকিৎসা করতে হবে।