ফ্যাটি লিভারের চিকিৎসা না করলে কী হয়?
চর্বিযুক্ত লিভার বা ফ্যাটি লিভারের রোগের চিকিৎসা না করলে রোগের জটিলতা অনেক বেড়ে যেতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৮১তম পর্বে কথা বলেছেন ডা. মো. ফখরুল আলম। বর্তমানে তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকিৎসা যদি সময়মতো না নেওয়া হয়, কী ধরনের ঝুঁকি রয়েছে?
উত্তর : ঝুঁকি হলো এটাই যে লিভারে প্রদাহ তৈরি হয়ে যায়। ন্যাশ বা নন-অ্যালকোহলিক স্টিটো হেপাটাইটিস আমাদের লিভারে প্রদাহ তৈরি হয়। সেই প্রদাহ থেকে একসময় লিভার শক্ত হয়ে যায়। আমরা বলি ফাইব্রোসিস। একসময় এটা লিভার সিরোসিসের দিকে ধাবিত হয়। আরো অনেক খারাপ দিকে যায়। এটি আর পুরোনো অবস্থায় ফিরে আসে না। লিভার সিরোসিসের দিকে চলে যায়। লিভার সিরোসিস থেকে ক্যানসারের দিকে চলে যায়। হেমোরয়েডস হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। লিভার অকার্যকর হতে পারে। সেগুলো থেকে রোগী মারা যেতে পারে। কাজেই অনেক রকম সমস্যা কিন্তু লিভার থেকে হতে পারে।