ইসকেমিক হার্ট ডিজিজে অস্ত্রোপচারের পর পরামর্শ কী?
ইসকেমিক হার্ট ডিজিজ হৃদপিণ্ডের রোগ। অনেক সময় এই রোগে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৮৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান পাটওয়ারী।
প্রশ্ন : অস্ত্রোপচার করার পর আপনাদের পরামর্শ কী থাকে?
উত্তর : ইসকেমিক হার্ট ডিজিজ হলো সারাজীবনের রোগ। এখন আমি রিং লাগাই, ওষুধ খাই বা বাইপাসই করি, রোগকে তো আমি নির্মূল করতে পারছি না। রোগটি তার শরীরে আছে, তাকে ঝুঁকি থেকে হয়তো মুক্ত করা গেছে, এর মাধ্যমে সে নিয়ন্ত্রণে থাকবে, ঝুঁকি কমে যাবে। মৃত্যুর ঝুঁকি কমবে, হার্ট ফেইলিউরের ঝুঁকি কম হবে। তাকে সারাজীবন কিছু ওষুধ খেতে হবে। নিয়মকানুন মেনে চলতে হবে। নিয়মিত চিকিৎসকের উপদেশ নিতে হবে। তাকে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে হবে। এভাবেই কিন্তু তাকে চলতে হবে। তাকে একটি পদ্ধতির ভেতরে থাকতে হবে।
প্রশ্ন : জীবনযাপনের বিষয়ে যেসব কথা বলছিলেন সেগুলো না মেনে চললে কোন কোন ধরনের সমস্যা হতে পারে?
উত্তর : সে স্ট্যান লাগাল বা বাইপাস করার পর ভাবল এভাবে যে—আমি তো চিকিৎসা করেই ফেলেছি, আমার আর ওষুধের প্রয়োজন নেই। কোনো নিয়মকানুন মানলাম না। সিগারেট আগের মতো খাচ্ছি। কোলেস্টেরলজাতীয় খাবার অনেক বেশি খাওয়া হচ্ছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা হচ্ছে না। প্রেশারও নিয়ন্ত্রণে রাখা হচ্ছে না। এমনটা হলে এ ক্ষেত্রে আবার তার বুকে ব্যথা হবে। আবার হার্ট ফেইলিউরের আশঙ্কা থাকবে। মৃত্যুর ঝুঁকি তার আবার হবে। তার রিইনফেকশন হবে। ঝুঁকি তার বেড়ে যাচ্ছে। সুতরাং অবশ্যই তাকে নিয়মকানুনের ভেতর চলে আসতে হবে। ওষুধপত্র ঠিকমতো খেতে হবে।