পিআরপি কী
পিআরপি নতুন এক ধরনের চিকিৎসা পদ্ধতি। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এ কে এম মহিউদ্দীন। বর্তমানে তিনি সিওর সেল মেডিকেলের অর্থোপেডিকস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পিআরপি বিষয়টি কী।
উত্তর : পিআরপি হলো চিকিৎসাবিজ্ঞানে একটি নতুন বিষয়। রিজেনারেটিভ মেডিসিন। রিজেনারেটিভ মেডিসিনের একটি বিষয় হলো পিআরপি। এর পুরো অর্থ হলো প্লাটিলেট রিচ প্লাজমা। একে ব্যবহার করে আমরা বিভিন্ন রোগের চিকিৎসা করি।
প্রশ্ন : কোন কোন রোগের ক্ষেত্রে পিআরপি ব্যবহার করা হয়?
উত্তর : অর্থোপেডিকসে, ডার্মাটোলজিতে কিংবা কার্ডিয়াক বিষয়ে কিংবা অন্য যেকোনো বিষয়েই এটা ব্যবহার করা যাবে। যেহেতু আমি একজন অর্থোপেডিকস পরামর্শক, তাই এগুলোতে কোন কোন ক্ষেত্রে পিআরপি ব্যবহার করি সেটা বলতে চাই। সেগুলো হলো : হাঁটু বা অস্থিসন্ধিতে যেকোনো ধরনের অস্টিওআরথ্রাইটিস, কিংবা কোনো আঘাতজনিত কারণে ক্ষয় হলে বা টেনডনে প্রদাহ হলে, খেলাজনিত কোনো আঘাতে। সাধারণত এসব ক্ষেত্রে আমরা পিআরপি ব্যবহার করে থাকি।