অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার রোধে করণীয়
অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহারের জন্য কিছু স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই এর ভুল ব্যবহার রোধ করা প্রয়োজন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ইফতেখার উল হক খান। বর্তমানে তিনি কুমিল্লা ট্রমা সেন্টারের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার রোধের জন্য পরামর্শ কী?
উত্তর : আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। শুধু চিকিৎসকদের মধ্যে নয়, জনগণের মধ্যে নয়, এটা আমাদের সবার মধ্যেই। প্রথম অবস্থায় বলব যে অভিভাবকদের এই সচেতনতা বাড়াতে হবে। অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে। এজন্য চিকিৎসকদের ওপর বিশ্বাস আনতে হবে। যখন উনি চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসক যেভাবে বলবেন সেটা মেনে চলতে হবে-এটি একটি।
আরেকটি হলো চিকিৎসকদের ক্ষেত্রে। মোটামুটি সব চিকিৎসকই তাদের অবস্থা মতো সঠিক অ্যান্টিবায়োটিকটি দেওয়ার চেষ্টা করেন। তবে কিছু কিছু ক্ষেত্রে রোগীদের পীড়াপীড়িতে দিতে হয়। বাচ্চা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বাচ্চার হয়তো পরীক্ষা আছে- এজন্য দিতে বলেন।
দেখা যায়, চিকিৎসকরা রোগীদের চাপের কাছে নতি স্বীকার করে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন। অথবা একটু তাড়াতাড়ি ভালো করার জন্য এটি দিয়ে থাকতে পারেন। হয়তো বা দুয়েক ক্ষেত্রে এমন হতে পারে। তবে সবসময় নয়। তবে এ রকম না হওয়াই ভালো।
বাংলাদেশের সব অঞ্চলে ভালো মাত্রায় কিন্তু ল্যাবরেটরি নেই। সেটিও বাড়াতে হবে। সরকারের পক্ষ থেকে একটি আইন তৈরি করতে হবে, আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কি না সেটি তদারকি নিশ্চিত করতে হবে। তাহলে আশা করি এই সমস্যা থেকে অবশ্যই মুক্ত হতে পারব।