জ্বর হলে কখন অ্যান্টিবায়োটিক খাবেন
জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন রয়েছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আফসানা বেগম। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জ্বর হলেই অ্যান্টিবায়োটিক শুরু করার ক্ষতিকর প্রভাব কী? আর কখন অ্যান্টিবায়োটিক শুরু করা প্রয়োজন?
উত্তর : শুধু জ্বরের পাশাপাশি গায়ে ব্যথা, এগুলো হলো ভাইরাল জ্বরের লক্ষণ। এখন অনেকেই জানে, জ্বর হলেই অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত নয়। তারপরও অনেকে দেখা যায় শুরু করে। আমি মনে করি, অবশ্যই জ্বর হলে অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত নয়। প্রথম লক্ষণ বুঝে চিকিৎসা দিতে হবে। যেমন প্যারাসিটামল খাওয়া, প্রচুর পরিমাণ পানি পান করা এবং বিশ্রাম নেওয়া। এগুলোতে অধিকাংশ জ্বর সেরে যায়।
রোগীরা যে নিজেরা অ্যান্টিবায়োটিক খায়, আমি বলব এটি সম্পূর্ণ ভুল। কারণ না জেনে অ্যান্টিবায়োটিক খেলে সমস্যা হয়। আসলে একই ওষুধ বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে কাজ করে। একই ওষুধ দেখা যায় কারো ক্ষেত্রে খাওয়া উচিত নয়, কারো ক্ষেত্রে খাওয়া উচিত। আমরা দেখি কী ধরনের জীবাণু, ওই ক্ষেত্রে কীভাবে কাজ করে। চিকিৎসকের পরামর্শ বুঝে তারপর প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে।