গর্ভধারণে সমস্যা করে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ
অনেক সময় নারীদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের জন্য গর্ভধারণে সমস্যা হয়। এই রোগ হলে ঋতুস্রাব সাধারণত অনিয়মিত হয়ে পড়ে। এমন সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৫১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. শামিমা নার্গিস নীলা। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গাইনি ও অবস বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে আপনাদের পরামর্শ কী থাকে?
উত্তর : বাচ্চা হয় না- সাধারণত এই সমস্যা নিয়েই তো আমাদের কাছে আসে। তার আগের পর্যায় হলো এদের ঋতুস্রাব অনিয়মিত থাকে। দুই মাস তিন মাস পর পর ঋতুস্রাব হয়। তখন থেকেই তাদের উদ্বেগটা কাজ করে। আমাদের কাছে এলে আমরা এটিই বলি যে এটি ভয়ের কোনো রোগ নয়। ওই সময় আমরা হরমোন চিকিৎসা করে ঋতুস্রাবকে নিয়মিত করি। আর বলি আপনাদের বিয়ের পর আপনারা দেরি করবেন না। বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে। যদি না আসে, তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে গর্ভধারণের হার ভালো। দেরি করা যাবে না। দিনের পর দিন একই সমস্যা নিয়ে বসে থাকলে তো হবে না। চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা করালে বাচ্চা হবে।