দাঁত ক্ষয়ের চিকিৎসা কী?
ভালোভাবে দাঁত ব্রাশ না করার কারণে সাধারণত দাঁতের ক্ষয় হয়। দাঁত ক্ষয়ে ভালো চিকিৎসা হলো ফিলিং। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৫৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন রতন’স ডেন্টালের প্রধান পরামর্শক ডা. সৈয়দ তামিজুল আহসান রতন।
প্রশ্ন : ডেন্টাল ক্যারিজ বা ক্ষয় হলে তার চিকিৎসা কী?
উত্তর : ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় হলো ব্যাকটেরিয়াল একটি সংক্রমণ। অসংখ্য ব্যাকটেরিয়া থাকে। এগুলো ওখানে সমস্যা তৈরি করে ক্ষয়টা করছে। অনেকে ভাবে, দাঁতে হয়তো পোকা আছে। এ জন্য এমন হচ্ছে। আগেকার দিনে যে বেদেনি ছিল, ওই জায়গা থেকে অনেক পোকা বের করতে পারত। আসলে কিন্তু ওই ধরনের কোনো ঘটনা নেই। ছোট একটি ক্ষয়ের মধ্যে এত বড় পোকা কী করে বের করে নিয়ে আসবে? এটি কেবল মানুষকে ভ্রান্ত একটি ধারণা দিয়ে পকেট থেকে পয়সাগুলো বের করে নেওয়া। ধোঁকা দিয়ে বোকা বানানো।
যখন দাঁতের সমস্যাগুলো একটু স্পর্শকাতর হয়ে যায়, দ্বিতীয় লেয়ারে যখন আসে, তখন সঠিক সময় যদি সে খেয়াল করে যে সমস্যা হচ্ছে, ডেন্টাল সার্জনের কাছে যদি আসে, তাহলে ওই ক্ষয়টা আমরা পরিষ্কার করে, সুন্দর করে আমরা চিকিৎসা দিতে পারি। একে বলে ফিলিং।
বিভিন্ন ধরনের ফিলিংয়ের উপাদান আছে। সাধারণত শুধু পরিষ্কার করে ফিলিংটা দেওয়া হয়। তবে স্থায়ী ফিলিং বলে কিছু নেই। ব্রাশের ঘষায় দেখা গেল যে হয়তো দুই বছর গেল কিংবা বেশি গেল, তখন ক্ষয় হয়। আবার অনেক সময় দেখা যায় দাঁত আর ক্ষয় হচ্ছে না। সে ক্ষেত্রে দাঁতকে নিরাপদে রাখা গেল।