কান পাকার চিকিৎসায় প্রাথমিকভাবে করণীয়
কান পাকা প্রতিকারে প্রাথমিকভাবে কিছু করণীয় রয়েছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৬৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. জাহীর আল আমীন। বর্তমানে তিনি বারডেম ও ইম্পাল্স হাসপাতালের ইএনটি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কান পাকলে চিকিৎসার ক্ষেত্রে প্রাথমিকভাবে করণীয় কী? যদি সময়মতো চিকিৎসা করা না হয়, তাহলে কী ক্ষতি হতে পারে?
উত্তর : কান যদি পেকে থাকে, তাহলে প্রথম কথা হলো কান শুকনো রাখতে হবে। সেটা বহিঃকর্ণের পাকার জন্য হোক বা মধ্যকর্ণের পর্দা ছেঁড়ার জন্য হোক, কান শুকনো রাখেন। তাহলে সমস্যা অনেকখানি চলে যাবে। বেশির ভাগ ক্ষেত্রে চলে যাবে। ডেনজারাস ভ্যারাইটি দলের ছাড়া সবারই চলে যাবে।
প্রশ্ন : শুকনো রাখবে কী করে?
উত্তর : কানের মধ্যে যেন পানি না ঢুকে সে জন্য তেলের মধ্যে তুলা ভিজিয়ে চিপে কানে দিয়ে গোসল করতে পারি। অথবা মাথা আলাদা ধুলেন, শরীর আলাদা ধুলেন- এভাবেই গোসল করতে পারেন। এটা আরো ভালো হয়। এভাবে কান শুকনো থাকবে। পানির ভেতর ডুব দেওয়া যাবে না। এমনভাবে কানে পানি দেওয়া যাবে না যে পানি কানের ভেতর ঢুকছে। কানের মধ্যে যে ময়লা আসছে সেটি কটনবাড দিয়ে পরিষ্কার করে নেবেন। এখানে কটনবাড ব্যবহার করতে পারেন।
কটন বাড কখন ব্যবহার করব, কখন করব না? আমার কথা হচ্ছে কখনো কটন বাড ব্যবহার করবেন না। কানে যদি সমস্যা থাকে, তাহলে হয়তো ক্ষেত্রবিশেষ চিকিৎসকের পরামর্শ নিয়ে কটনবাড ব্যবহার করতে পারেন।