দীপিকার সঙ্গে নীতু কাপুরের ছবি ভাইরাল
সাধারণত ব্রেকআপের পর প্রেমিকের মুখদর্শন তো দূরে থাক, তাঁর পরিবারের কারো সঙ্গে অনেকে কথাও বলেন না। তবে বলিউড জায়গাটা একটু ভিন্ন। যেখানে সবকিছু ছাপিয়ে পেশাদারিত্বটাই মুখ্য হয়ে ওঠে। তাই মুম্বাইয়ে এইচটি মোস্ট স্টাইলিস্ট অ্যাওয়ার্ড শোতে একই ফ্রেমে বন্দি হলেন দীপিকা পাডুকোন ও রণবীর কাপুরের মা নীতু কাপুর। তাঁদের দুজনের এই উষ্ণ মুহূর্তের ছবিটি শেয়ারের সঙ্গে সঙ্গেই তা ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
এনডিটিভিতে প্রকাশিত ছবিটিতে দেখা যায়, এ দুজন স্বাভাবিকভাবে বসে গভীর কোনো বিষয়ে আলাপ করছেন। আলাপকালে তাঁদের দুজনের চেহারার মধ্যেই দীপ্তি লক্ষ করা গেছে। ৩১ বছর বয়সী দীপিকার সঙ্গে রণবীর কাপুরের প্রণয়ের সূচনা হয়েছিল ২০০৮ সালে ‘বাঁচনা অ্যায় হাসিনো’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে। কিন্তু সে প্রণয় এক বছরও স্থায়ী হয়নি। তখন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, রণবীর কাপুরের অভিভাবক নীতু ও ঋষি কাপুর দুজনের কেউই দীপিকার সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্ক নিয়ে খুশি নন।
নীতু কাপুরের নাখোশ হওয়ার খবর দীপিকার অজানা থাকার কথা নয়, তার পরও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাসিমুখেই পরস্পরের সঙ্গে কথা বলতে দেখা গেছে দীপিকা ও নীতুকে। কী আলাপ হলো তাঁদের মধ্যে? সেটা অবশ্য জানা যায়নি।
কিছুদিন আগপর্যন্ত গুজব ছিল, দীপিকা পাডুকোন চুটিয়ে প্রেম করছেন রণবীর সিংয়ের সঙ্গে। তবে এতে রণবীর কাপুরের সঙ্গে বন্ধুত্বটুকু শেষ হয়ে যায়নি। বন্ধুত্ব ছিল বলেই দুজন একসঙ্গে অভিনয় করেছেন ‘তামাশা’ ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ চলচ্চিত্রে।
‘কফি উইথ করণে’র পঞ্চম মৌসুমে দীপিকার সাবেক ও বর্তমান প্রেমিক দুজনকেই একই পর্বে আমন্ত্রণ জানানো হয়েছিল। রণবীর কাপুর ও সিংয়ের মধ্যকার সম্পর্ক নিয়ে রণবীর কাপুরকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা ভালো বন্ধু নই। আমরা এই শোতে একসঙ্গে এসেছি, কারণ আপনি ডেকেছেন। আমি তাঁর কাজ ভালোবাসি। পাশাপাশি মানুষ হিসেবে আমি তাকে ভালোবাসি।’
এইচটি মোস্ট স্টাইলিস্ট অ্যাওয়ার্ড শো থেকে দীপিকার আরো একটি উষ্ণ মুহূর্তের ছবি শেয়ার করা হয়। পিকু চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করা অমিতাভ বচ্চনের সঙ্গেও ছবি তোলেন তিনি। তবে বিগ বির সঙ্গে দীপিকার ছবি নিয়ে আলোচনা হলেও তাঁদের ছবির চেয়ে বেশি আলোচিত হয়েছে নীতু কাপুর ও দীপিকা পাডুকোনের ছবিটি।
বর্তমানে দীপিকা সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত চলচ্চিত্র ‘পদ্মাবতীর’ শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন রণবীর সিং ও শহীদ কাপুর। রানী পদ্মাবতীর জীবনকাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এটি বানসালির পরিচালনায় দীপিকা অভিনীত তৃতীয় চলচ্চিত্র। অন্য দুটি চলচ্চিত্র হলো ‘বাজিরাও মাস্তানি’ ও ‘গলিও কি রাসলীলা রামলীলা’।