হার্ট অ্যাটাক হলে প্রাথমিকভাবে করণীয়
হার্ট অ্যাটাক মৃত্যুঝুঁকি বাড়ায়। তাই হার্ট অ্যাটাক হয়েছে বুঝতে পারলে হাসপাতালে নেওয়ার আগে প্রাথমিকভাবে কিছু ব্যবস্থা নিতে পারেন। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৯২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এম জি আজম। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বলা হয় যে হার্ট অ্যাটাকের বেলায় প্রতিটা মুহূর্ত মূল্যবান। হাসপাতালে যাওয়ার আগে কি প্রাথমিক কিছু করণীয় আছে?
উত্তর : আছে। আপনার যদি জানা থাকে, আপনার বাসায় যদি কোসপিন জাতীয় ওষুধ কিংবা ক্লোপিডাকল জাতীয় ওষুধ থাকে, সঙ্গে সঙ্গে ৩০০ মিলিগ্রাম ক্যাপসুল খাইয়ে দিতে হবে। ব্যথার জন্য যদি নাইট্রোমিন স্প্রে বাসায় থাকে, তাহলে প্রথমে একবার দেবেন, ১০ মিনিটের মধ্যে যদি না কমে আরো একবার দেবেন। এরপর যদি না কমে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থা নিতে হবে। যত দ্রুত হাসপাতালে ভর্তি হবেন। কারণ, যত মিনিট যাবে, ততই হৃৎপিণ্ডের পেশি নষ্ট হতে থাকবে। আপনাকে আমি ব্রিটিশ মেডিকেলের জার্নালের উদাহরণ দিয়ে বলতে পারি, ৫০০ মায়োসাইড ক্ষতিগ্রস্ত হয় প্রতি সেকেন্ডে। তাই যত দ্রুত হাসপাতালে যাবেন, তত দ্রুত উপকার পাবেন।