দাঁতের শিরশির ভাব প্রতিরোধের উপায় কী?
দাঁতের শিরশির ভাব বা স্পর্শকাতরতার সমস্যায় অনেকে ভোগেন। কিছু পদক্ষেপ নিলে দাঁতের শিরশির ভাব প্রতিরোধ করা যায়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৯৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. আসাফুজ্জোহা রাজ। বর্তমানে তিনি রাজ ডেন্টাল বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রতিরোধের উপায় কী?
উত্তর : সারা বিশ্বেই খুব প্রচলিত সমস্যা দাঁতের মাড়ির সমস্যা। এটি প্রতিরোধ করা খুব সহজ। নিয়ম অনুযায়ী, নিয়মিত দাঁত ব্রাশ করলে, সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করলে খুব সহজে দাঁতের শিরশির ভাব প্রতিরোধ করা যায়। একটু সচেতন হলেই দেখা যায় মুখের বা দাঁতের রোগের আমরা সিংহভাগ প্রতিরোধ করতে পারি।
বছরের অন্তত দুবার একজন ভালো ডেন্টাল সার্জনকে দিয়ে মুখ ও দাঁত পরীক্ষা করে দিতে হবে। কারণ, সবকিছু আমরা খালি চোখে দেখতে পারি না।