দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে কী করবেন
আপনার কিংবা আপনার পরিবারের কারো হঠাৎ করে দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ শুরু হতে পারে। এটি খুবই অস্বস্তিকর। অনেকেই বিষয়টিতে আতঙ্কিত হয়ে পড়েন। এ অবস্থায় কী করবেন। আসুন জেনে নিই।
দাঁতের মাড়ির রক্তক্ষরণ বিভিন্ন কারণে হতে পারে। মাড়ির নিজস্ব কিছু সমস্যার জন্য, কিছু সিস্টেমিক রোগের কারণে এই সমস্যা হতে পারে। মাড়ির রক্তক্ষরণে হঠাৎ করে লালার সঙ্গে রক্তমেশানো কিছু দেখতে পারেন। কিছু ফল যেমন আপেল, কলা, পেয়ারা কামড় দিলে সেখানে রক্ত দেখতে পারেন। এ রকম অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। স্কেলিং করে, সঠিকভাবে দাঁত ব্রাশ করে এবং মাউথওয়াশ ব্যবহার করে মাড়ির রক্তক্ষরণ দূর করা যায়।
আর শরীরের অন্যান্য সিস্টেমিক রোগের কারণে যদি রক্তক্ষরণ হয়ে থাকে, সে ক্ষেত্রে কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে, সেই মতো চিকিৎসা গ্রহণ করলে রক্তক্ষরণ বন্ধ করা যাবে।