এক মিনিট ধরে কেন হাসলেন মোদি-শেখ হাসিনা?
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরের পর দুই প্রধানমন্ত্রী বক্তব্য দেন। বক্তব্য শেষে প্রায় এক মিনিট ধরে হাসতে থাকেন তাঁরা! কারণ অনুষ্ঠানের সঞ্চালক তাঁদের ‘পদত্যাগ’ করার অনুরোধ জানিয়েছিলেন!
আজ শনিবার দুপুরে হায়দরাবাদ হাউসে সমাপনী ওই বক্তব্য শেষে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে মঞ্চ থেকে নেমে আসার অনুরোধ জানানোর বদলে পদত্যাগের অনুরোধ জানানো হয়। আসলে উপস্থাপক ভুল ইংরেজি শব্দ বলায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করার জন্য মঞ্চ থেকে নেমে আসতে বলার ঘোষণা দিচ্ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। কিন্তু সঞ্চালক ইংরেজিতে বলেন, ‘মে আই রিকোয়েস্ট দ্য টু প্রাইম মিনিস্টার টু নাও প্লিজ স্টেপ ডাউন।’ বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, ‘দুই প্রধানমন্ত্রীকে অনুগ্রহ করে এখন পদত্যাগ করার অনুরোধ করছি।’
এ কথা শোনার পরই মঞ্চ থেকে নিচে নামতে নামতে মুচকি হাসতে থাকেন মোদি। পরে তা অট্টহাসিতে পরিণত হয়। এ সময় হাসিতে যোগ দেন শেখ হাসিনাও। প্রায় এক মিনিট ধরে চলে ওই হাসি।
বিপত্তি ‘স্টেপ ডাউন’ কথাটা নিয়েই। সঞ্চালক প্রধানমন্ত্রীদের মঞ্চ থেকে নিচে নেমে আসতেই বলেছিলেন স্টেপ ডাউন কথাটা। কথাটির অর্থ পদত্যাগ করা। মানে পদত্যাগ করতে বলা হলো শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে!
#WATCH: This funny moment happened live at Hyderabad House during PM Modi and Bangladesh PM Sheikh Hasina's joint statement. pic.twitter.com/Z1D7AbB3eb
— ANI (@ANI_news) April 8, 2017
এর আগে দুপুরে হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতা নিজেদের মধ্যে একান্ত বৈঠকের পর দুই দেশের সংশ্লিষ্ট নেতা ও কর্মকর্তাদের নিয়ে শীর্ষ বৈঠক করেন।
এ বৈঠক শেষেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, ঋণ, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে ২২টি চুক্তি ও চারটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।