থাইরয়েড ক্যানসারের চিকিৎসা কীভাবে করা হয়
থাইরয়েড ক্যানসার হলে থাইরয়েডেক্টোমি করা হয়। এরপরও আরো কিছু চিকিৎসার প্রয়োজন পড়ে। এই চিকিৎসা সাধারণত পরমাণু চিকিৎসা কেন্দ্রে করা হয়ে থাকে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মোস্তফা কামাল মাসুদ। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : থাইরয়েড ক্যানসার হলে সার্জারির বাইরে আনুষঙ্গিক কোনো থেরাপি দরকার হয় কি?
উত্তর : থাইরয়েড ক্যানসারে টোটাল থাইরয়েডেক্টোমি করার পর অর্থাৎ অস্ত্রোপচারের পর রেডিও-আয়োডিন অ্যাবলেশন দেওয়া হয়। সাধারণত পরমাণু চিকিৎসাকেন্দ্রে এই চিকিৎসা দেওয়া হয়। এখানে রেডিও আয়োডিন ক্যাপসুল রোগীকে খাওয়ানো হয়। এ সময় তাকে একটি আইসোলেটেট (আলাদা) এলাকায় রাখা হয়। রেখে পর্যবেক্ষণ করা হয়।
রেডিয়েশন যেন অন্য কোনো মানুষের শরীরে যেতে না পারে, এ জন্য আইসোলেটেট (আলাদা) ঘরে আলাদা করে রেখে ক্যাপসুলটা খাওয়াতে হয়। এটি দিলে তার এই ক্যানসারটা আবার হওয়ার আশঙ্কা থাকে না। রোগী ভালো থাকে।