ছানির সার্জারির পর করণীয়
ছানির সার্জারির পর কিছু বিষয় মেনে চলতে হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম। বর্তমানে তিনি বাংলাদেশ আই হাসপাতালের গ্লুকোমা বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : অস্ত্রোপচারের পর কি কোনো পরামর্শ থাকে রোগীদের প্রতি?
উত্তর : অবশ্যই থাকে। সাতদিন চোখে পানি লাগানো যাবে না। চোখে এক থেকে দেড় মাস ওষুধ ব্যবহার করতে হবে। সাতদিন পর আবার দেখাবেন, তখন চশমা দেব। এই চশমার মাধ্যমে তিনি দূরে- কাছে ভালোভাবে দেখতে পারবেন। এটা করা হয়। এটা কিন্তু আদর্শ।
বাংলাদেশে গ্রামে, বিভাগীয় পর্যায়ে আরেকটি সার্জারি আছে। একে বলা হয় এসআইসিএস। স্মল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারি। এটা ফ্যাকো সার্জারির মতো এতো ভালো না হলেও, ফ্যাকোর মতো কাছাকাছি ভালো ফল হয়। খরচ অনেক কম। সুতরাং আমাদের দেশের মানুষের, যাদের অর্থনৈতিকভাবে একটু ক্ষমতা কম, তাদের জন্য বিষয়টি অনেক ভালো। ফল কিন্তু একই হচ্ছে। যারা একটু দরিদ্র তাদের জন্য এসআইসিএস ভালো। যাদের একটু সামর্থ্য আছে তাদের জন্য ফ্যাকো ভালো। আর যারা এই সার্জারির জন্য বিদেশে যেতে চান, তাদের জন্য এই ছানির সার্জারি আমাদের দেশেও আছে।
সম্প্রতি একটি কনফারেন্স থেকে এসেছি। জানলাম এই সার্জারি আমাদের দেশের তুলনায় ১০ গুণ বেশি টাকা নিয়ে করা হয়।