ছানির আধুনিক চিকিৎসা কোথায় পাওয়া যায়?
বর্তমানে বাংলাদেশে ছানির সর্বাধুনিক চিকিৎসা করা হচ্ছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০৭তম পর্বে ছানির বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম। বর্তমানে তিনি বাংলাদেশ আই হাসপাতালের গ্লুকোমা বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোথায় গেলে ছানির আধুনিক চিকিৎসা পাওয়া যাবে?
উত্তর : আমরা বাংলাদেশ আই হাসপাতালে এটি করছি। আমাদের একটি হাসপাতাল রয়েছে যার নাম হলো বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল। সেখানে যেকোনো রোগী এলে আমরা বিনা পয়সা থেকে শুরু করে, অত্যন্ত অল্প পয়সার অস্ত্রোপচার করি। এটা আমাদের সার্ভিস হাসপাতাল। এখানে আমাদের কোনো রোগী বলতে পারবেন না, আমার পয়সা নেই আমি অস্ত্রোপচার করতে পারছি না। আমরা সবাইকে বিনামূল্যে সেবা দিয়ে থাকি। এটা অনেকে জানেন না। আপনাদের মাধ্যমে সম্মানিত রোগীদের জানাতে চাই, যাঁরা আমাদের সার্ভিস নিতে চান, আপনারা যোগাযোগ করবেন। নিশ্চয়ই ব্যবস্থা আমাদের আছে। পাশাপাশি বিদেশে যেই অস্ত্রোপচার করা হয়, সেই ব্যবস্থাও আমাদের রয়েছে। দেশের মধ্যেই সবকিছু আমাদের রয়েছে।