দাঁত আঁকাবাঁকা : চিকিৎসা কী?
আঁকাবাঁকা দাঁত সৌন্দর্য নষ্ট করে। এ ছাড়া দাঁতের বিভিন্ন সমস্যা তৈরি করে। আঁকাবাঁকা দাঁতের ভালো চিকিৎসা এখন আমাদের দেশেই রয়েছে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭১০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোডন্টিকস বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রশ্ন : আঁকাবাঁকা দাঁতের সমস্যা নিয়ে এলে কী করেন আপনারা?
উত্তর : বেশিরভাগ সময় খেয়াল রাখতে হবে, যদি ক্যারিজ হয়ে যায়, আমরা স্পেস মেনটেনার দিয়ে লাগিয়ে রাখব। এ ক্ষেত্রে কৃত্রিম দাঁতের মতো বা তার দিয়ে লাগিয়ে রাখা হয়। তাহলে ভবিষ্যতে আঁকাবাঁকা হবে না। সে যদি ডাক্তারের কাছে আসে, তাহলে ডাক্তার কিন্তু সুন্দর করে তাকে এই বুদ্ধিটা দেবে।
আরেকটি বিষয় হলো, যখন বাচ্চাদের একটি দাঁত ক্ষয় হয়, তখন কিন্তু সব দিকে গর্ত হয়। বিদেশের কোনো বাচ্চা দেশে এলে দেখবেন সিলভার সিলভার দাঁত। ক্রাউন পরিয়ে দিয়েছে। একটি ধারণা হলো, ছোট বাচ্চা ক্যাপ পরবে কেন? আসলে সেটি নয়। এই সিলভার ক্রাউনটা রেডিমেট পাওয়া যায়, এটি দিয়ে যদি আমরা ক্যাপগুলো লাগিয়ে দিই, তাহলে দাঁতের কনটর ঠিক রাখার জন্য জায়গাটা ছোট হতে পারে। ভবিষ্যতে দাঁত সঠিকভাবে ওঠার জন্য এটি বড় প্রতিরোধ হিসেবে কাজ করবে।