মোজার দুর্গন্ধ রোধে ফুট স্প্রে
মোজার দুর্গন্ধ নিয়ে অস্বস্তিতে পড়েন অনেকেই। তবে কিছু বিষয় মেনে চললে এটি প্রতিরোধ করা যায়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১২তম পর্বে এ বিষয়ে কথা বলছেন ভিএলসিসি হেলথ কেয়ার কসমেটিক ডার্মাটোলজি বিভাগের পরামর্শক ডা. শার্মিনা হক।
প্রশ্ন : মোজার ক্ষেত্রে কারো বেলায় খুব বেশি গন্ধ হয়, কারো ক্ষেত্রে হয় না। এর কারণ কী? তাদের জন্য আপনার পরামর্শ কী?
উত্তর : যাদের ঘাম বেশি হবে, তাদের গন্ধটা আসবেই। তাই চিকিৎসা নেওয়া জরুরি। এখন অনেক ফুট স্প্রে পাওয়া যায়। আপনি যখনই মোজা ব্যবহার করছেন, তার আগে স্প্রে দিয়ে নেন। আর আপনি যদি নিয়মিত পেডিকিওর করেন, এই সমস্যাগুলো হবে না।
প্রশ্ন: অতিরিক্ত ঘামের ক্ষেত্রে কী ধরনের কসমেটিকস ব্যবহার করলে ভালো?
উত্তর : যাদের খুবই তৈলাক্ত ত্বক, তারাই বেশি ঘামে। যাদের শুষ্ক ত্বক, তাদের অত ঘাম হয় না। যখনই আমরা তৈলাক্ত ত্বক দেখি, আমরা বলি, তারা যেন মিনারেলসমৃদ্ধ মেকআপ ব্যবহার করে। তারা যেন ভারি ফাউন্ডেশন ব্যবহার না করে। প্যানকেক ব্যবহার না করে। কিছু ফাউন্ডেশন এসেছে—খুব হালকা, একে আমরা মুজ বলি। এটি ব্যবহার করতে পারে বা মিনারেল বেজ মেকআপ ব্যবহার করতে পারে। এতে ঘামের সমস্যা কমে আসছে। তৈলাক্ত ভাবটা কমে আসছে।
পাশাপাশি এখন কিছু প্রাকৃতিক ওয়াটার আছে। আমরা বলি, মেকআপ করার পর সেটি দিয়ে নিতে। এটা খুব ঠান্ডা। এতে মুখটা খুব সতেজ থাকে।