পিত্তথলির পাথর থেকে ক্যানসার হতে পারে
পিত্তথলির পাথরের চিকিৎসা সময়মতো না হলে বিভিন্ন জটিলতা হতে পারে। অনেক সময় পিত্তথলির ক্যানসার পর্যন্ত হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক সালমা ইয়াসমীন চৌধুরী। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : যদি সঠিক সময়ে সার্জারি বা চিকিৎসা করা না হয় পিত্তথলির পাথরের, সে ক্ষেত্রে কী কী ধরনের সমস্যা বা জটিলতা হতে পারে?
উত্তর : এখানে জটিলতাগুলো বিভিন্ন স্তরে ভাগ করা হয়। পিত্তথলিতে কিছু জটিলতা হয়, পিত্তনালিতে কিছু জটিলতা হয়। এরপর এখানে আরেকটি অঙ্গ আছে—অগ্ন্যাশয়। এখানে কিছু জটিলতা হয়। সর্বোপরি পেটের যে আলাদা অন্ত্র আছে, সেখানেও জটিলতা হয়। পিত্তথলিতে পাথরের মুখে ব্লক করে দিলে দেখা যাবে, পিত্ত সম্পূর্ণ শোষণ করে সেখানে পানির থলি হয়ে গেছে। পিত্ত আর সেখানে নেই। অথবা এটা পুঁজে চলে যেতে পারে। এর ভেতরে পুঁজ দিয়ে ভরে যেতে পারে। অথবা কয়েক দিন পরপরই রোগীর তীব্র ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, জ্বর হচ্ছে। এগুলো নিয়ে রোগী ভর্তি হচ্ছে। অথবা কিছুদিন পরপরই চর্বি খেলেই দেখা যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে। এই ব্যথা কমানোর জন্য তাকে ওষুধ খেতে হচ্ছে। অথবা পুঁজ বেশি জমে গেলে বা আরো জটিল ধরনের সংক্রমণ হলে দেখা যাবে যে এটি পচে ফুটো হয়ে পিত্তগুলো ছড়িয়ে গিয়ে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছে। এ ক্ষেত্রে রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে।
আরেকটি বিষয় হলো, পিত্তনালির মধ্যে কোনো কারণে যদি পাথর গড়িয়ে চলে যায়, এ ক্ষেত্রে রোগীর জন্ডিস হয়ে যাবে। অথবা কোলিনজাইটিস হবে। মানে পিত্তনালির প্রদাহ হয়ে যাবে অথবা অগ্ন্যাশয়ে প্রদাহ হয়ে যাবে। অথবা ইন্টেসটাইনাল অবসট্রাকশন, খাদ্যনালি যেটি আছে, এর মধ্যে ব্লক হয়ে যেতে পারে। সর্বোপরি সবচেয়ে ক্ষতিকর বিষয় যেটি পিত্তথলিতে ক্যানসার, সেটি হতে পারে।
প্রশ্ন : ল্যাপারোস্কোপি কি এ ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে?
উত্তর : পিত্তথলির পাথরের জন্য এটি আদর্শ চিকিৎসা। কেবল চারটি মাত্র ফুটো করে পুরো পিত্তথলির অস্ত্রোপচার করা সম্ভব। খুব দ্রুত সেরেও যাচ্ছে।