কিডনি পাথরের চিকিৎসায় বাংলাদেশে খরচ কেমন?
বাংলাদেশে কিডনি পাথর নিরাময়ে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। চিকিৎসা পদ্ধতি ভেদে এর খরচ বিভিন্ন রকম। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৪০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. শরীফুল ইসলাম। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ইউরোলজির বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমাদের দেশে কিডনি পাথরের চিকিৎসার খরচ কেমন?
উত্তর : স্টোন ক্রাশ করার পদ্ধতি অনেক সস্তা। বিভিন্ন হাসপাতাল ভেদে এটি হয়তো ১৫ হাজার টাকা। আর অ্যান্ডোস্কোপিক হলে, এর চিকিৎসা একটু ব্যয়বহুল। পৃথিবীর বিভিন্ন দেশে যেমন এর ভিন্নতা আছে, আমাদের দেশেও এর ভিন্নতা আছে। আমরা যদি ফুটো করে করি, বড় সেন্টারগুলোতে প্রায় এক লাখ টাকার বেশি লাগে। আমাদের দেশ পাথর সার্জারিতে এখন অনেক উন্নত। দেশের বাইরে গিয়ে পাথর সার্জারির চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই। ইউরোপ বা যুক্তরাষ্ট্রে যেই সার্জারি হচ্ছে, সেই সার্জারিগুলোও আমরা করছি।