থাইরয়েড রোগের চিকিৎসা কী?
বিভিন্ন ধরনের থাইরয়েড রোগ রয়েছে। এর চিকিৎসা বিভিন্নভাবে করা হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৪৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ফরিদুল আলম। বর্তমানে তিনি বাংলাদেশ থাইরয়েড অ্যাসোসিয়েশনের মহাসচিব।
প্রশ্ন : থাইরয়েডের জন্য কী কী ধরনের চিকিৎসা আপনারা দেন?
উত্তর : থাইরয়েড রোগের সবচেয়ে ভালো দিক হলো এর প্রত্যেকটি রোগের চিকিৎসা রয়েছে। চিকিৎসা করে তাদের জীবনের মান তারা উন্নত রাখতে পারে এবং স্বাভাবিক রাখতে পারে।
যেমন, আমি হাইপোথাইরয়েডিজমের কথা বলছি। হাইপোথাইরয়েড হলে তিন থেকে চারটি ট্যাবলেট খেলে রোগী ভালো থাকে। এই ওষুধের দামও কম। কাজেই এই চিকিৎসা আমাদের দেশেই রয়েছে এবং সামর্থ্যের মধ্যে রয়েছে।
হাইপার থাইরয়েডেরও একই অবস্থা। এর উন্নত চিকিৎসা আমাদের দেশে রয়েছে। এটা নিউক্লিয়ার মেডিসিনে রেডিও আয়োডিন দিয়ে চিকিৎসা করা হয়। অন্যান্য যে পদ্ধতি আছে, সার্জারি আছে, সেটিও আমাদের দেশে রয়েছে।
আরেকটি হলো ক্যানসার। থাইরয়েড ক্যানসারের সংখ্যা কিন্তু নিতান্ত কম নয়। কোনো কোনো দেশে অনেক বেশি পাওয়া গেছে। আমাদের দেশেও এটি রয়েছে। আমাদের দেশে চিকিৎসকের কাছে পৌঁছাবার সক্ষমতা খুব কম লোকের আছে। যার জন্য এটি নির্ণয় হচ্ছে না। মানুষ ভুগছে বেশি। তারা অজান্তেই এই রোগে ভুগে যাচ্ছে। তাই আমরা যদি এই রোগীদের মধ্যে সচেতনতা বাড়াতে পারি, তাহলে আমাদের চিকিৎসকদের কাছে রোগীরা যাবেন এবং তাঁরা চিকিৎসা পাবেন।
থাইরয়েড ক্যানসার অস্ত্রোপচারের পর নিউক্লিয়ার আয়োডিন দিয়ে চিকিৎসা করা হয়। এটি উন্নত চিকিৎসা। এটা আমাদের দেশেই রয়েছে। এই থাইরয়েড চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশে যারা বিশেষজ্ঞ আছেন, তারা এর চিকিৎসা করতে পারেন।