হার্টের সমস্যায় চিকিৎসা কী?
হার্টের সমস্যা সমাধানে বেশ উন্নত চিকিৎসা এখন আমাদের দেশে রয়েছে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৬৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক এম তৌহিদুল হক। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকিৎসার কী কী সুযোগ রয়েছে?
উত্তর : মেডিকেল ব্যবস্থাপনা, ইন্টারভেনশন ব্যবস্থাপনা ও সার্জিক্যাল ব্যবস্থাপনা রয়েছে। মেডিকেল ব্যবস্থাপনার ক্ষেত্রে খাদ্যতালিকা আমরা দিয়ে দিই। কিছু খাওয়া চলবে, কিছু বাদ দিতে হবে। বাদ দেওয়াটা আমাদের জন্য জরুরি। ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণ করতে হবে। ধূমপান করলে সেটি নিয়ন্ত্রণ করতে হবে। উচ্চ রক্তচাপ থাকলে সেটি নিয়ন্ত্রণ করতে হবে। ওজন বেশি হলে শারীরিক ব্যায়াম করতে হবে। থাইরয়েডের সমস্যা থাকলে একে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, একে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। খাবার নিয়ন্ত্রণ করে এটি করতে পারেন। আবার কিছু কিছু ওষুধের সহযোগিতা নিতে পারেন।
প্রশ্ন : যে চিকিৎসার কথা বললেন, এর সবই কি দেশে করা সম্ভব?
উত্তর : বাংলাদেশের কার্ডিয়াক সেক্টর এখন বিশ্বমানের হয়ে গেছে। ঢাকা শহরে অন্তত ২৫ থেকে ৩০টি ক্যাথল্যাব আছে, যেখানে আমরা এনজিওগ্রাম করি। এ ছাড়া সিটি এনজিওগ্রাম একটি আছে। এটি দিয়েও রোগ নির্ণয় করা সম্ভব। ঢাকার বাইরে এখন অনেক জায়গায় এনজিওগ্রামের কথা চিন্তা করা হচ্ছে। এখন চিকিৎসা অনেক উন্নত।
এখন হার্টের চিকিৎসায় সরকার থেকে সব জায়গায় স্টেনটের দাম কমে এসেছে। সব জায়গায় এর এক দাম। তাই চিকিৎসায় সুবিধা হয়েছে। আমি সরকারকে এ জন্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই।