জীবনের অন্তিম সময়ের পরিচর্যা, বিষয়টি কী?
মানুষ প্রবীণ বয়সে যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং তার নিরাময়ের আর ব্যবস্থা থাকে না, তখন তার যত্ন নেওয়ার যে বিষয়টি থাকে, তাকে বলে প্যালিয়াটিভ কেয়ার বা জিনের অন্তিম সময়ের পরিচর্যা। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. নিজাম উদ্দিন আহম্মেদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্যালিয়াটিভ কেয়ার বা জীবনের অন্তিম সময়ের বা শেষ সময়ের পরিচর্যা সেই বিষয়টিকে আপনি বাংলাদেশে কেবল শুরুই করেননি, এগিয়ে নিচ্ছেন। নিরলস প্রচেষ্টা আপনার। সে জন্য আপনাকে ধন্যবাদ। একটু বুঝিয়ে বলেন, প্যালিয়াটিভ কেয়ার বিষয়টি কী? বাংলাদেশে এর শুরু কীভাবে হলো? এখন কোন পর্যায়ে রয়েছে?
উত্তর : অনেক ধন্যবাদ। চিকিৎসাবিজ্ঞান প্রধানত আরোগ্যমুখী ও প্রতিরোধমূলক। তবে যাঁরা ভালো হবেন না, যাঁদের রোগ ভালো হওয়ার মতো নয়, তাঁদের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত যে চিকিৎসা ধারাটি তাকেই বলে প্যালিয়াটিভ মেডিসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালে সব রাষ্ট্রকে পরামর্শ দিল, তাদের প্রধান স্বাস্থ্য ব্যবস্থায় যেন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ একটি রাষ্ট্র যে এই সনদে স্বাক্ষর করেছে।