জন্ডিস প্রতিরোধে কী করবেন?
জন্ডিস একটি রোগের লক্ষণ। সাধারণত হেপাটাইটিস এ, বি, সি, ই ভাইরাস দিয়ে এই রোগ হয়। জন্ডিস প্রতিরোধে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. জাহিদুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জন্ডিস প্রতিরোধে কী করা যায়?
উত্তর : খাদ্য ও পানি যখন খাব, তখন যেন সেটি সংক্রমিত না থাকে, সেদিকে খেয়াল করতে হবে। বিশুদ্ধ খাবার ও পানি গ্রহণ করব। জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণ থেকে দূরে থাকতে হবে। এ ছাড়া ভ্যাকসিনেরও সুযোগ রয়েছে।
তবে হেপাটাইটিস সি দিয়ে আক্রান্ত জন্ডিস অপ্রচলিত। এখনো ভ্যাকসিনের বিষয়ে আশার আলো নেই। তবে আশা করি, চিকিৎসাবিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে, সামনেই চলে আসবে হেপাটাইটিস ‘সি’-এর ভ্যাকসিন।