কানে না শোনার সমস্যা কি নিরাময়যোগ্য?
অনেকেরই কানে না শোনার সমস্যা হয়। জন্মগতভাবে অনেকেই এ সমস্যায় ভোগেন। আবার জন্মের পরে অন্যান্য বিষয়ের কারণেও অনেক সময় এ সমস্যা হয়। তবে এ সমস্যা কি নিরাময়যোগ্য, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৪তম পর্বে কথা বলেছেন ডা. আহমেদ রাকিব। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান ও হেড-নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একেবারেই যারা কানে শোনে না, তাদের জন্য কোনো আশা রয়েছে কি?
উত্তর : কানে না শোনা সব সময় আমাদের জন্য ক্ষতিকর। যেই নবজাতক কোনো শব্দ কানে শোনে না, সে কোনো দিন কথা বলতে পারবে না। কারণ, আমাদের এটি স্বাভাবিক প্রক্রিয়া। যদি জন্মগত সমস্যা থাকে, যদি জন্মের তিন/চার বছরে তার কানে না শোনার সমস্যা নির্ণয় করা যায়, তাকে চিকিৎসা দেওয়া যায়। তাকে সার্জারি করেও যদি কোনো ব্যবস্থা করতে পারি, তাহলে অনেক সময় একটি কথা বলার সুযোগ থাকে।
আর কথা শেখার পর যদি কানে কম শোনার সমস্যা হয়, আমরা একে বলি প্রতিবন্ধী। আমাদের দেশে এর মাত্রা অনেক বেশি। এর কারণে আমাদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত থেকে পারিবারিক, পারিবারিক থেকে সামাজিক ও রাষ্ট্রীয়—বিভিন্ন বিষয় বিঘ্নিত হয়।
জন্মগতভাবে কানে না শোনার সমস্যা হলে পরে কিছু করার সুযোগ রয়েছে। যেমন : আমরা যদি রোগ নির্ণয় করতে পারি, চিকিৎসা নিই, চিকিৎসা দিতে পারি। যদি কিছুই করা না যায়, তাহলে তাকে একটি কানে শোনার যন্ত্র দিতে বলি। সেটি যদি দেওয়া যায়, তাহলে সেটার মাধ্যমেও সমস্যা কাটিয়ে ওঠা যায়।