কোমর ব্যথা নির্ণয়ে যেসব পরীক্ষা হয়
কোমর ব্যথা নির্ণয়ে অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা প্রচলিত রয়েছে। কোমর ব্যথা নির্ণয়ের পরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০২তম পর্বে কথা বলেছেন অধ্যাপক জিল্লুর রহমান। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : যখন কোমর ব্যথার সমস্যা নিয়ে রোগী আপনাদের কাছে আসে বা কারণ যখন আপনারা বুঝতে পারেন, তখন পদক্ষেপ কী থাকে?
উত্তর : প্রথমত, আমরা রোগ নির্ণয়ের জন্য রোগীর কাছ থেকে ইতিহাস নিই। ইতিহাস নিয়ে জানতে চেষ্টা করি কী কারণে হচ্ছে। দ্বিতীয়ত, আমরা পরীক্ষা করি। পরীক্ষা করে কোমরের নড়াচড়া দেখি। কিছু কিছু নড়াচড়া আমরা পরীক্ষা করি। এসএলআর বলি একে। পা ওপরের দিকে তুলে চেষ্টা করি কোনো ব্যথা হচ্ছে কি না, সেটি দেখার। আমরা বলি স্ট্রেট লেগ রাইজিং টেস্ট। সাধারণত কোমর ব্যথা হলে রোগী পা ওপরে তুলতে পারে না। এই একটি কারণ দেখা যায়। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা সাধারণ পরীক্ষা করি। যেমন সাধারণ এক্স-রে, পাশাপাশি এমআরআই। ক্ষেত্রবিশেষ এমআরআইও করতে হয়। সাধারণ এক্স-রেতেও অনেক সময় বোঝা যায়, হাড়গুলো বাঁকা হলো কি না বা দুটো হাড়ের মাঝখানে যে ফাঁক, সেটি কমে গেল কি না। এসব ক্ষেত্রে সাধারণ এক্স-রে করে বোঝা যায়। তারপরও যদি দেখা যায় তার অবস্থা জটিল, তখন এমআরআই করলে স্পষ্ট বোঝা যায় কী কারণে কোমর ব্যথা হচ্ছে।