হার্টের কারণে বুকে ব্যথা : প্রাথমিকভাবে করণীয়
বুকে ব্যথা নানা কারণে হয়। তবে হার্টের কারণে বুকে ব্যথা হলে সাধারণত মনে হয়, বুকে পাথরচাপা দিয়ে রাখা হয়েছে। বুকের মাঝবরাবর ব্যথা করে। দৈনন্দিন কাজ করতে অসুবিধা হয়। আবার বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়। সাধারণত এ ধরনের উপসর্গগুলোই দেখা দেয়।
এ ধরনের উপসর্গ দেখা দিলে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. ফাইজুস সাজ্জাদ। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত।
প্রশ্ন : এ ধরনের উপসর্গ দেখা দিলে আপনাদের পরবর্তী পরামর্শ কী থাকে?
উত্তর : এখন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা একদম রুট লেভেল পর্যন্ত। আমাদের চিকিৎসকরা এ সম্পর্কে খুবই ওয়াকিবহাল। হার্টের রোগের চিকিৎসা সব জায়গায় পাওয়া যায়। আমি বলব, কেউ যদি এ ধরনের লক্ষণের কখনো মুখোমুখি হন, অবশ্যই কোনো না কোনো রেজিস্ট্রার চিকিৎসকের কাছে যাওয়া উচিত।