আইবিএসের চিকিৎসায় করণীয়
আইবিএস বা ইরিটেবল বাউয়েল সিনড্রম একটি জটিল রোগ। এই রোগে কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা দুটোই হতে পারে।
আইবিএসের চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪০তম পর্বে কথা বলেছেন ডা. আবুল কালাম আজাদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এর পরে আপনারা কী করেন? আইবিএস হলে কী করেন?
উত্তর : প্রথমে আমাকে নিশ্চিত করতে হবে এটা কোনো খারাপ রোগ নয়, আপনি এ রোগে মারা যাবেন না। এই রোগটিকে মানিয়ে নিতে হবে। এই রোগটি ভালো হবে না। একে নিয়ে জীবন অতিবাহিত করতে হবে।
আরেকটি হলো, যেই খাবারগুলো আমার এই সমস্যাগুলো তৈরি করছে, সেগুলো এড়িয়ে যেতে হবে। কিছু কিছু খাবার সমস্যা তৈরি করে। যেমন ল্যাকটোজ জাতীয় খাবার। দুধের খাবার হলেই সমস্যাগুলো তৈরি হবে। গম, রুটি খেলে সমস্যা হতে পারে। যদি তারা ডালজাতীয় খাবার খায়, শিমের বিচিজাতীয় খাবার খাবে, তাহলে এগুলোতে সমস্যা হতে পারে। তাই এগুলো এড়িয়ে যাওয়া ভালো। কেউ কেউ বলে যে আঁশজাতীয় খাবার খেলে ভালো হবে।
আমরা লক্ষণটা খেয়াল করি। দেখি, পাতলা পায়খানা বেশি নাকি কোষ্ঠকাঠিন্য বেশি। যদি পাতলা পায়খানা বেশি হয়, তাহলে সেটি কমানোর জন্য ওষুধ দেওয়ার চেষ্টা করি। আমরা ইমোটিল দিই। এটিতে নিয়ন্ত্রিত না হলে আরো কিছু কিছু ওষুধ রয়েছে, সেগুলো দিই। যদি কোষ্ঠকাঠিন্য থাকে, তখন আমরা বলব একটু আঁশজাতীয় খাবারটা বেশি খাবেন।