‘হার্ট অ্যাটাক হলে দ্রুত হাসপাতালে নিন’
হার্ট অ্যাটাক বেশ জটিল সমস্যা। সঠিক সময়ে এবং দ্রুত চিকিৎসা না হলে এটি মৃত্যুর কারণ হতে পারে। হার্ট অ্যাটাক হলে রোগীকে দ্রুত হাসপাতাল বা ক্লিনিকে নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭১তম পর্বে কথা বলেছেন ডা. নূর আলম। বর্তমানে তিনি কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট অ্যাটাক হলে প্রাথমিকভাবে কিছু করণীয় রয়েছে?
উত্তর : আসলে প্রথম কথা হলো হৃদরোগ বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর যত দূর সম্ভব চিকিৎসকের কাছে পৌঁছানো উচিত। যদি নিশ্চিত হওয়া যায় যে হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে অ্যাসপিরিন সেবন করা যেতে পারে। তবে তার চেয়ে জরুরি হলো মেডিকেল বা হাসপাতালে পৌঁছানো। এটা সবচেয়ে জরুরি।
প্রশ্ন : হাসপাতালে পৌঁছানোর পরে আপনারা কী করেন?
উত্তর : সাধারণত একটি ইসিজি করা হয়। এটি করেই সাধারণত রোগটা নির্ণয় করা হয়। রোগীর উপসর্গের সঙ্গে মিলিয়ে ইসিজি দেখে রোগ নির্ণয় করা হয়। ইসিজিটাই আমাদের প্রথম। এর পাশাপাশি রক্তের পরীক্ষা, অন্যান্য পরীক্ষা রয়েছে।